খতিয়ান এর সংজ্ঞা

খতিয়ান হলো হিসাব লিপিবদ্ধ করার সর্বশেষ আশ্রয়স্থল। খতিয়ান শব্দের ইংরেজি "Ledger" এর অর্থ হলো তাক। তাকে আমরা যেমন আমাদের নৈমিত্তিক জিনিষপত্র সুন্দরভাবে সাজিয়ে রাখি, তেমনি খতিয়ানে ও আমরা আমাদের লেনদেন গুলোকে সুশৃঙ্খল ভাবে সাজিয়ে রাখবো। জাবেদা থেকে প্রত্যেকটি হিসাবের শিরোনাম অনুশারে আলাদা আলাদা ভাবে হিসাব লেখাই হলো ঐ হিসাব শিরোনামের জন্য খতিয়ান। একটি...