কয়েকটি জাবেদা ও সমাধান -২

নগদে ক্রয় সংক্রান্ত জাবেদাঃ
১। নগদ টাকার বিনিময়ে পন্য ক্রয় ২০,০০০/-
সমাধানঃ                       ক্রয় হিসাব                       ডেবিট          ২০,০০০/-
                                 নগদান হিসাব                    ক্রেডিট                         ২০,০০০/-
এখানে ক্রয় একটি ব্যয় বাচক হিসাব এবং এই লেনদেনটির ফলে ক্রয় বা ব্যয়ের পরিমান বৃদ্ধি পেয়েছে তাই ক্রয় হিসাব ডেবিট।আবার নগদ টাকা সম্পত্তি বাচক হিসাব এবং এখানে নগদ টাকার পরিমান হ্রাস পেয়েছে বা কমে গেছে তাই নগদান হিসাব ক্রেডিট হয়েছে।
২। নগদ টাকার বিনেময়ে আসবাবপত্র ক্রয় ২০,০০০/-
সমাধানঃ                    আসবাবপত্র হিসাব             ডেবিট              ২০,০০০/-
                              নগদান হিসাব                  ক্রেডিট                             ২০,০০০/-
এখানে ক্রয় কথাটি থাকলে ও ক্রয় হিসাব ডেবিট হলো না কারন আসবাবপত্র একটি সম্পদ আর সম্পদ ক্রয় করা হলে তার জন্য উক্ত সম্পদ হিসাবকে ডেবিট করতে হবে। তাই এখানে ক্রয় হিসাব ডেবিট না হয়ে আসবাবপত্র হিসাব ডেবিট করা হলো। অপরদিকে নগদ টাকা সম্পত্তি বাচক হিসাব এবং এখানে নগদ টাকার পরিমান হ্রাস পেয়েছে বা কমে গেছে তাই নগদান হিসাব ক্রেডিট হয়েছে।
 মনে রাখতে হবে শুধু মাত্র পন্যদ্রব্য ক্রয় করার কথা থাকলে সেখানে ক্রয় হিসাব ডেবিট করতে হবে অন্যথায় নয়। 
৩। পন্য ক্রয় ৫,০০০/-
সমাধানঃ                 ক্রয় হিসাব                  ডেবিট                 ৫,০০০/-
                           নগদান হিসাব               ক্রেডিট                              ৫,০০০/-
এখানে পন্য ক্রয়ের সাথে নগদ বা বাকিতে ক্রয় কিছুই উল্লেখ নাই সেক্ষেত্রে আমরা নগদে ক্রয় ধরে নিব এবং জাবেদা ১ নং জাবেদার মতই হবে। 
  

29 comments:

  1. যেহেতু নগদ ও বাকিতে ক্রয় কিছুই উল্লেখ নাই বাকিতে হিসাব করলে কি কোন প্রভাব পড়বে নাকি।

    ReplyDelete
    Replies
    1. নাম থাকলে বকিতে নাম না থাকলে নগদে বুঝতে হবে।

      Delete
  2. আসবাবপত্র আগুনে পুরে গেল ৫০০০ টাকা....এই টার জাবেদা কি?

    ReplyDelete
    Replies
    1. বিবিধ ক্ষতি ------ডেবিট
      আসবাপত্র হিসাব-----ক্রেডিট

      Delete
  3. obocoy hisab dr
    asbab porto hisab cr

    ReplyDelete
  4. স্বীকৃত বিলের মাধ্যমে পণ্য ক্রয় এর জাবেদা কি?

    ReplyDelete
    Replies
    1. ক্রয় হিসাব - ডে.
      প্রদেয় বিল হিসাব - ক্রে.

      Delete
    2. ক্রয় হিসাব ডেবিট
      প্রদেয় বিল হিসাব ক্রেডিট

      Delete
  5. বিনিয়োগের সুদ প্রাপ্তি জাবেদ কি??

    ReplyDelete
    Replies
    1. নগদান হিসাব। ডেবিট

      বিনিয়োগের সুদ হিসাব। ক্রেডিট

      Delete
  6. কমিশন প্রাপ্য জাবেদা কি

    ReplyDelete
  7. প্রাপ্য কমিশন হিসাব। ডেবিট

    কমিশন হিসাব। ক্রেডিট

    ReplyDelete
    Replies
    1. বিলে ক্রয় এর জাবেদা কি

      Delete
    2. এখানে নগদান হিসাব ডেবিট করলে কি ভূল হবে?

      Delete
  8. ব্যাংকে আাছে ২৫০০০০০টাকা,ব্যাংক থেকে টাকা উঠানো হল২৪০০০০০,বাকি১০০০০০ টাকার জাবেদা কি হবে?

    ReplyDelete
  9. ব্যাংকে ৫০০০০ টাকা নিয়ে একটি হিসাব খোলা
    হলো

    ReplyDelete
    Replies
    1. ব্যাংক‌ হিসাব ডেবিট
      নগদান হিসাব ক্রেডিট

      Delete
  10. স্বীকৃতি বিলের মাধ্যমে ক্রয়.... এর জাবেদা কি?

    ReplyDelete
  11. কমিশন পাওয়া গেল জাবেদা কি হবে

    ReplyDelete
    Replies
    1. নগদ হি ডে
      কমিশন ( আয় হি) কিডিট

      Delete
  12. বিশ জন রোগী দেখে দশ হাজার টাকা পেলেন।এর জাবেদার কি হবে?

    ReplyDelete
  13. ব্যাংকে ৫০০০ টাকা নিয়ে হিসাব খোলা হলো এর জাবেদা কি হবে

    ReplyDelete
    Replies
    1. ব্যাকং হি. Dr.
      নগদান হি. Cr.

      Delete
  14. কমিশন পাওয়া গেল এর জাবেদা কী

    ReplyDelete
    Replies
    1. নগদান হি...... ডেভিড
      প্রাপ্ত কমিশন হি........ক্রেডিট

      Delete
  15. স্বীকৃতি বিলের মাধ্যমে ক্রয়

    ReplyDelete
  16. ক্রয় হি......ডেভিড
    প্রদেয় বিল হি.......ক্রেডিট

    ReplyDelete
  17. বিলের মাধ্যমে পন্য ক্রয়

    ReplyDelete
  18. ১২০০০ টাকার পণ্য বিক্রয় করে পাওয়া গেল ৮০০০ টাকা এর জাবেদা কি হবে ?

    ReplyDelete