হিসাব কাকে বলে

সংক্ষেপে হিসাব হলো লেনদেনগুলোকে শ্রেণিবিন্যাস করে পৃথক পৃথক শিরোনামের অধীনে প্রস্তুতকৃত সংক্ষিপ্ত বিবরণী। দৈনন্দিন ঘটা লেনদেনগুলো বিশ্লেষণ করে প্রাপ্ত পক্ষগুলোকে পৃথক পৃথক শিরোনামে সংক্ষিপ্ত বিবরণী প্রস্তুত করা হয় এই প্রত্যেকটি বিবরণীকে একেক টি হিসাব বলা হয়। হিসাব প্রস্তুতের মাধ্যমে আমরা একটি নির্দিশ্ট সময় পরে কোন একটি নির্দিশ্ট হিসাবের সঠিক অবস্থা সম্পর্কে জানতে পারি। বিস্তারিত ভাবে বলা যায় একটি নির্দিশ্ট সময়ে কোন ব্যক্তি, প্রতিষ্ঠান, সম্পত্তি, দায়, আয় ও ব্যয় সংক্রান্ত একই জাতীয় লেনদেন গুলোকে হিসাব বিজ্ঞানের নিয়ম অনুযায়ী উপযুক্ত শিরোনামের অধীনে সাজিয়ে যে সংক্ষিপ্ত ও শ্রেণিবদ্ধ বিবরণী প্রস্তুত করা হয় তাকে হিসাব বলে।