হিসাব সমীকরণ

আধুনিক হিসাব বিজ্ঞানী গন লেনদেনকে হিসাব সমীকরণের মাধ্যমে বিবেচনা করে থাকেন। সমীকরণ হলো দুটি বীজগাণিতিক রাশি একটি সমান চিহ্ন দ্বারা প্রকাশ করা। অর্থাৎ, দুটি বীজগাণিতিক রাশির মান সমান হলে তাকে একটি সমীকরণ বলে। তাই হিসাব সমীকরণ হলো দুটি হিসাব পক্ষের সমান চিহ্ন দ্বারা প্রকাশ করা। মানে দুটি হিসাব পক্ষের মান সমান হলে তাকে হিসাব সমীকরণ বলে। সাধারণত হিসাব সমীকরণ কে নিম্নোক্ত ভাবে প্রকাশ করা হয়ঃ

A=L+P

এখানে, A= Assets (সম্পত্তি)
          L= Liabilities (দায়)
          P= Proprietorship (মালিকানাস্বত্ব)

অথবা বিস্তারিত ভাবে একে দেখানো যায় এরকম    A=L+(C+I-E)

এখানে,  A= Assets (সম্পত্তি)
            L= Liabilities (দায়)
           C= Capital (মুলধন)
            I= Income (আয়)
            E= Expense (ব্যয়)