লেনদেনের সংজ্ঞা

হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি হলো লেনদেন। আমাদের প্রাত্যহিক জীবনে যে সব ঘটনা ঘটে থাকে তার মধ্যে কিছু ঘটনা অর্থ বা টাকা পয়সা সম্পর্কিত আবার কিছু আছে যার সাথে টাকা পয়সা কোন সম্পর্ক নেই। সহজ কথায় বলতে গেলে আমাদের সাথে ঘটে যাওয়া যেসব ঘটনার সাথে টাকা পয়সার সম্পর্ক আছে সেগুলোই লেনদেন। অর্থাৎ টাকা পয়সা বা অর্থ সংশ্লিষ্ট ঘটনা  গুলিই লেনদেন। লেনদেন শব্দটির আভিধানিক অর্থ আদান-প্রদান। অর্থাৎ কেউ দিবে এবং কেউ নিবে। তাই স্বাভাবিক ভাবেই বোঝা যায় যে লেনদেনের মধ্যে দুটি পক্ষ থাকবে যার মধ্যে এক পক্ষ সুবিধা দিবে এবং অপর পক্ষ সুবিধা গ্রহন করবে। তাই একটু বিস্তারিত ভাবে বললে এভাবে বলা যায় যে, যে সকল ঘটনা গুলোর মধ্যে দুটি পক্ষ থাকে এবং তারা পরস্পরের মধ্যে অর্থের বিনিময়ে আদান-প্রদান করে বা এক পক্ষ সুবিধা গ্রহন করে এবং অপর পক্ষ সুবিধা প্রদান করে তাকে লেনদেন বলে। অথবা ভালেভাবে বললে বলা যায় অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য যে কোন ঘটনাই হলো লেনদেন।আধুনিক দৃষ্টিতে যে ঘটনার দ্বারা কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের সম্পত্তি, দায় ও স্বত্বাধিকারের কোনরূপ পরিবর্তন সাধিত হয় তাকে উক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের লেনদেন বলে।