নগদে ক্রয় সংক্রান্ত জাবেদাঃ
১। নগদ টাকার বিনিময়ে পন্য ক্রয় ২০,০০০/-
সমাধানঃ ক্রয় হিসাব ডেবিট ২০,০০০/-
নগদান হিসাব ক্রেডিট ২০,০০০/-
এখানে ক্রয় একটি ব্যয় বাচক হিসাব এবং এই লেনদেনটির ফলে ক্রয় বা ব্যয়ের পরিমান বৃদ্ধি পেয়েছে তাই ক্রয় হিসাব ডেবিট।আবার নগদ টাকা সম্পত্তি বাচক হিসাব এবং এখানে নগদ টাকার পরিমান হ্রাস পেয়েছে বা কমে গেছে তাই নগদান হিসাব ক্রেডিট হয়েছে।
২। নগদ টাকার বিনেময়ে আসবাবপত্র ক্রয় ২০,০০০/-
সমাধানঃ আসবাবপত্র হিসাব ডেবিট ২০,০০০/-
নগদান হিসাব ক্রেডিট ২০,০০০/-
এখানে ক্রয় কথাটি থাকলে ও ক্রয় হিসাব ডেবিট হলো না কারন আসবাবপত্র একটি সম্পদ আর সম্পদ ক্রয় করা হলে তার জন্য উক্ত সম্পদ হিসাবকে ডেবিট করতে হবে। তাই এখানে ক্রয় হিসাব ডেবিট না হয়ে আসবাবপত্র হিসাব ডেবিট করা হলো। অপরদিকে নগদ টাকা সম্পত্তি বাচক হিসাব এবং এখানে নগদ টাকার পরিমান হ্রাস পেয়েছে বা কমে গেছে তাই নগদান হিসাব ক্রেডিট হয়েছে।
মনে রাখতে হবে শুধু মাত্র পন্যদ্রব্য ক্রয় করার কথা থাকলে সেখানে ক্রয় হিসাব ডেবিট করতে হবে অন্যথায় নয়।
৩। পন্য ক্রয় ৫,০০০/-
সমাধানঃ ক্রয় হিসাব ডেবিট ৫,০০০/-
নগদান হিসাব ক্রেডিট ৫,০০০/-
এখানে পন্য ক্রয়ের সাথে নগদ বা বাকিতে ক্রয় কিছুই উল্লেখ নাই সেক্ষেত্রে আমরা নগদে ক্রয় ধরে নিব এবং জাবেদা ১ নং জাবেদার মতই হবে।
১। নগদ টাকার বিনিময়ে পন্য ক্রয় ২০,০০০/-
সমাধানঃ ক্রয় হিসাব ডেবিট ২০,০০০/-
নগদান হিসাব ক্রেডিট ২০,০০০/-
এখানে ক্রয় একটি ব্যয় বাচক হিসাব এবং এই লেনদেনটির ফলে ক্রয় বা ব্যয়ের পরিমান বৃদ্ধি পেয়েছে তাই ক্রয় হিসাব ডেবিট।আবার নগদ টাকা সম্পত্তি বাচক হিসাব এবং এখানে নগদ টাকার পরিমান হ্রাস পেয়েছে বা কমে গেছে তাই নগদান হিসাব ক্রেডিট হয়েছে।
২। নগদ টাকার বিনেময়ে আসবাবপত্র ক্রয় ২০,০০০/-
সমাধানঃ আসবাবপত্র হিসাব ডেবিট ২০,০০০/-
নগদান হিসাব ক্রেডিট ২০,০০০/-
এখানে ক্রয় কথাটি থাকলে ও ক্রয় হিসাব ডেবিট হলো না কারন আসবাবপত্র একটি সম্পদ আর সম্পদ ক্রয় করা হলে তার জন্য উক্ত সম্পদ হিসাবকে ডেবিট করতে হবে। তাই এখানে ক্রয় হিসাব ডেবিট না হয়ে আসবাবপত্র হিসাব ডেবিট করা হলো। অপরদিকে নগদ টাকা সম্পত্তি বাচক হিসাব এবং এখানে নগদ টাকার পরিমান হ্রাস পেয়েছে বা কমে গেছে তাই নগদান হিসাব ক্রেডিট হয়েছে।
মনে রাখতে হবে শুধু মাত্র পন্যদ্রব্য ক্রয় করার কথা থাকলে সেখানে ক্রয় হিসাব ডেবিট করতে হবে অন্যথায় নয়।
৩। পন্য ক্রয় ৫,০০০/-
সমাধানঃ ক্রয় হিসাব ডেবিট ৫,০০০/-
নগদান হিসাব ক্রেডিট ৫,০০০/-
এখানে পন্য ক্রয়ের সাথে নগদ বা বাকিতে ক্রয় কিছুই উল্লেখ নাই সেক্ষেত্রে আমরা নগদে ক্রয় ধরে নিব এবং জাবেদা ১ নং জাবেদার মতই হবে।