কয়েকটি জাবেদা ও সমাধান -২

নগদে ক্রয় সংক্রান্ত জাবেদাঃ ১। নগদ টাকার বিনিময়ে পন্য ক্রয় ২০,০০০/- সমাধানঃ                       ক্রয় হিসাব                      ...

কয়েকটি জাবেদা ও সমাধান -১

মূলধন সংক্রান্ত জাবেদাঃ ১। জনাব কলিম ১০,০০০ টাকা নিয়ে ব্যবসায় আরম্ভ করলেন। সমাধানঃ                 নগদান হিসাব               ডেবিট             ১০,০০০/-                           ...

জাবেদা শেখার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন

জাবেদা সহজ ভাবে শেখার জন্য এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটি যথেষ্ট কাজে দেবে। তাই এই প্রেজেন্টেশনটি ডাউনলোড করে দেখতে পারেন। আশা করি উপকার পাবেন।  Power Point Presentation&nbs...

ডেবিট ক্রেডিট নির্নয়ের সূত্র

হিসাব বিজ্ঞানের মাধ্যমে হিসাব রাখার জন্য সর্বপ্রথম হিসাবের ডেবিট ও ক্রেডিট নির্নয় করা জানতে হবে। প্রথমেই হিসাবের ডেবিট ও ক্রেডিট নির্নয় করে তা থেকে জাবেদা প্রস্তুত করতে হবে। ডেবিট ক্রেডিট নির্নয় করা ভালোভাবে বুঝতে হলে তা নির্নযের জন্য নির্দিশ্ট সূত্র অবলম্বন করতে হবে। এ সূত্রের মাধ্যমে বুঝে বুঝে ডেবিট...

জাবেদার ছক

জাবেদা প্রস্তুত করার জন্য লেনদন গুলোকে বিশ্লেষণ করার পর তা নির্দিশ্ট ছকের মাধ্যমে উপস্থাপন করতে হয়। তাই জাবেদা প্রস্তুত করার জন্য জাবেদার ছক সম্পর্কে ধারনা থাকতে হবে। সেজন্য নিম্নে জাবেদার ছক তুলে ধরা হলোঃ এখা্নে তারিখের  ঘরে লেনদেন সংঘটনের তারিখ, বিবরণের ঘরে লেনদেনের বিবরণ, খঃ পৃঃ এর...

হিসাবের শ্রেণিবিভাগ

হিসাবকে সাধারণত দুটি দিক থেকে ভাগ করে দেখানো হয়েছে : ক) সনাতন পদ্ধতি ও খ) আধুনিক পদ্ধতি বর্তমানে সনাতন পদ্ধতির ব্যবহার নেই বললেই চলে। তাই এখানে শুধু আধুনিক পদ্ধতি সম্পর্কে তুলে ধরা হলো। আধুনিক পদ্ধতিতে হিসাব চার প্রকার : ১) সম্পত্তিবাচক হিসাব : সম্পত্তি সম্পর্কিত হিসাব এ শ্রেণিতে লিপিবদ্ধ করা হয়। ২) দায় বাচক হিসাব : অন্য কারো নিকট দেনা বা দায় সম্পর্কিত...